ডোমারে ল্যাম্বের গণ নাটক “তামা বাবা” অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে গণ নাটক “তামা বাবা” মঞ্চায়ন করা হয়েছে।
সোমবার (৮এপ্রিল) বিকাল ৪টায় ডোমার রেলষ্টেশন পাড়ার বটতলীতে এ অনুষ্ঠানের আয়োজন করেন, ষ্ট্রানদেনিং হেল্থ আউটকামস ফর ওমেন এন্ড চিলড্রেন( শো-প্রকল্প)। নারী নেত্রী তৌহিদা জ্যোতির সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ল্যাম্ব শো প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর এডওয়ার্ড বিশ্বাস, নারী নেত্রী আসমা সিদ্দিকা বেবী, প্রিন্স চাকলাদার, নিলয় প্রমূখ। উন্নয়নের জন্য নাটক এই প্রতিপদ্যকে সামনে রেখে মা ও শিশু স্বাস্থ্য সেবা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করনের লক্ষ্যে এই নাটক। প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর এডওয়ার্ড বিশ্বাস জানান, আমাদের প্রকল্পের অধিনে উপজেলার ১০টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সরকারী এফডাব্লুভি, এফডাব্লুএ, এফপিআইদের পাশাপাশী আমাদের ল্যাম্বের সিএসবিএ এবং সিএসইডাব্লু সম্বিলিত ভাবে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নসহ কিশোর কিশোরীদের নিয়ে গণ নাটক, বাল্য বিবাহ প্রতিরোধসহ নানামূখী কর্মসূচী পালন করে আসছি। কিশোর কিশোরী ও অভিভাবদের সামজিকভাবে সচেতনতা বৃদ্ধিলক্ষ্যে প্রকল্পটি নিরলস ভাবে কাজ করে ব্যাপক সফলতা অর্জন করেছে। তাইর মধ্যে অন্যতম আমাদের এই গণ নাটক। মাদক ও বল্য বিয়ে বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন বক্তাগণ।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item