ডোমারে বাল্যবিবাহ প্রতিরোধে সংবেদনশীলতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে বাল্যবিবাহ প্রতিরোধে সংবেদনশীলতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্প, আরডিআরএস আয়োজিত, ইউনিসেফের সহযোগিতায় সোমবার (২৯এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, রৌশন কানিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, ওসি (তদন্ত) বিশ্বদেব রায় উপস্থিত ছিলেন। এ ছাড়াও উক্ত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কবির আলম, ইউনিয়ন ফ্যাসিলেটেটর ঠাকুর প্রসাদ রায়, সিফরডি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আমজাদ হোসেন, ইউনিয়ন সমন্বয়কারী ফুয়াদুর রহমান, বোড়াগাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কোতকীবাড়ী ইউপি চেয়ারম্যান একরামুল হক, প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, ডোমার উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে প্রত্যেক ইউনিয়নে সভা সেমিনারের পাশাপাশী স্কুল কলেজ, মাদ্রাসা ও পাড়া মহল্লায় গণসচেতনা বৃদ্ধির করতে হবে। এ বিষয়ে চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিকসহ এনজিও কর্মীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 3682552306599641940

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item