চিলাহাটিতে বেওয়ারিশ কুকুরের অত্যাচারে হাঁস-মুরগি,গরু-ছাগল পালন করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে

এ.আই.পলাশ.চিলাহাটি,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলায় চিলাহাটি এলাকার হাট-বাজার সহ গ্রাম এলাকার ওলিগলিতে বেওয়ারিশ কুকুরের অত্যাচারে হাঁস-মুরগি/গরু-ছাগল খোলা স্থানে বেধে রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ৭/৮টি বেওয়ারিশ কুকুর একত্রিত হয়ে তারা এই পশুদের উপর হামলা চালায়। গত ৭ দিনে বিভিন্ন এলাকার তথ্য নিয়ে জানা গেছে, চিলাহাটি এলাকার ২টি গরু, বোতলগঞ্জ এলাকার ৭টি ছাগল, পুশনাবান/কাঁঠালতলী/খানকা পাড়া এলাকার প্রায় অগণিত হাঁস-মুরগি এই বেওয়ারিশ কুকুরের দল ধরে নিয়ে যায়। বেশিরভাগ নি¤œ আয়ের পরিবারগুলো এই হাঁস-মুরগি/গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করে থাকে। কুকুরে কামড়ানো পশুগুলো জীবিত থাকলেও অনেকে গোপনে পশু বিক্রেতার কাছে বিক্রি করে দিচ্ছে। এতে করে সেই পশুর মাংস খেয়ে জনজীবনে বিষাক্ত অসুখ ছড়িয়ে পড়ছে। বর্তমানে এই এলাকার অভিভাবকরা তাদের ছোট ছোট ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতেও এই কুকুরের অত্যাচারে ভয় পাচ্ছে। দিনদিন এই বেওয়ারিশ কুকুরের অত্যাচার বৃদ্ধি পেয়ে চলছে। এ ব্যপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3904443587898071564

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item