এসিড সহিংসতাসহ অগ্নিদগ্ধ ঘটনার প্রতিরোধে প্রতিটি মানুষকে সচেতন করতে হবে

আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, এসিড সহিংসতাসহ অগ্নীদগ্ধ ঘটনার প্রতিরোধে প্রতিটি মানুষকে সচেতন করতে হবে। আগুন-গরম, তরল, বিদ্যুৎ এবং রাসায়নিক পদার্থের ব্যবহার সম্পর্কে সর্তক থাকতে হবে। রাসায়নিক ও দাহ পদার্থের অপব্যহারের কারণে যদি কোন র্দুঘটনা ঘটে তবে দ্রুত প্রাথমিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসবের ভয়াবহতা থেকে নিজেকে বাঁচাতে হবে এবং অন্যকেও বাঁচাতে সাহায্য করতে হবে। সেই সাথে আগুন বা এসিড সহিংসতা ক্ষতিগ্রস্থ ব্যক্তির চিকিৎসা এবং ন্যায় বিচারসহ পূর্নবাসনের ব্যবস্থা করতে হবে।
“রুখো এসিড সহিংসতা বাঁচায় মানুষ”-এই স্লোগানকে সামনে রেখে ২৪ এপ্রিল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে এসিড সারভাইভারস্ ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগীতায় গ্রাম উন্নয়ন প্রচেষ্টা দিনাজপুর এর আয়োজনে প্রিভেনশন, রিসপনড এন্ড রিজিলেন্স ব্লিডিং টু  এ্যাড্রেস্ বার্ন ভায়োলেন্স প্রকল্পের অবহিত করন সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কাজেম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ মাহফুজার রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ র্মোশেদ আলী খান। স্বাগত বক্তব্য রাখেন, গ্রাম উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফরিদা বেগম। প্রকল্প বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন, এসিড সারভাইভারস্ ফাউন্ডেশন ঢাকা’র নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রকল্পের প্রোগ্রাম অফিসার আমিনা খাতুন মিরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, সংস্থার প্রশিক্ষক মোঃ রায়হানুল ইসলাম। উল্লেখ্য দিনাজপুর জেলার ৪টি উপজেলার ৮টি ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। মুক্ত আলোচনায় অংশ নেয় উপজেলা সমাজসেবা মোঃ মাইনুল ইসলাম, জেলা সমাজসেবা প্রবেশনাল অফিসার মোঃ মুনির হোসেন, ইউনিটি ফর এনজিও দিনাজপুর এর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। অবহিতকরন সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 1447989140394237987

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item