দিনাজপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৯ উদযাপন

আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বজলুর রশীদ বলেছেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। মানবাধিকার সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের মাধ্যমে যেকোন স্থানে বসে আর্থিক ঝুঁকি ছাড়া মানসম্মত স্বাস্থ্য সেবা পাবেন। এজন্য জনগণকে স্বাস্থ্য প্রাপ্তির ক্ষেত্রে সচেতন হতে হবে ঠিক তেমনি স্বাস্থ্য সেবা প্রদানকারীদেরও সর্তক হতে হবে।
“সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা”- এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ এপ্রিল রোববার দিনাজপুর সিভিল সার্জন অফিস আয়োজিত এবং সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের সহযোগীতায় বনার্ঢ্য র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দিনাজপুর জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে গিয়ে সমাপ্ত হয়। আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কাজীম উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ আবু নছর মোঃ নুরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরোজউল্লাহ, মেডিকেল অফিসার ডাঃ রায়হান সাইদ, মাসুমা বেগম, ডাঃ মুহাঃ শহিদুল্লাহ, এসআইএমও ডাঃ রিফাত মোঃ আরেফিন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, অনুঘটক এর নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাবলু, ব্র্যাকের মোঃ রজ্জব আলী। সঞ্চালকের দায়িত্বে ছিলেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। র‌্যালিতে ওয়ার্ল্ড ভিশন, এফপিএবি, কাঞ্চন সমিতি, সূর্যের হাসি নেটওর্য়াক, পল্লীশ্রী, পিএসটিসি, লাইট হাউস, আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ, এসসিটিএফ, ব্র্যাক, স্কাউট, এনটিসি, পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করে। উল্লেখ্য প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বজলুর রশীদ সিভিল সার্জন কার্যালয়ে চত্বরে হেলথ্ ক্যাম্পের উদ্বোধন করেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 1050917390071517411

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item