ফুলবাড়ীতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন ॥

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
“স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সারা দেশে একযোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধনের মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম বারের মতো এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আলহাজ্ব ড.নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ড. সঞ্জয় কুমার গুপ্ত এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,বিশেষ অতিথি বক্তব্য রাখেন,উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ রঞ্জিত সিং ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসমাইল হোসেন। বক্তারা স্বাস্থ্য সেবার মান-উন্নয়নে বর্তমান সরকারের উদ্দ্যেগে,সারাদেশে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপনের ভূয়সী প্রশংসা করে বলেন,চিকিৎসা ক্ষেত্রে অন্যতম বিশ্বের ৬টি দেশের মধ্যে  বাংলাদেশ স্থান করে নিয়েছে। প্রধান অতিথি তার বক্তব্যে ডাক্তারদের উদ্দ্যেশে বলেন,আপনারা হাসিমুখে রোগীদের সেবা দিবেন,স্বাস্থ্য সেবার মান-উন্নয়নে বাংলাদেশ সরকারের এই অভাবনীয় সাফল্য অর্জন যেন কোনভাবেই বাধাগ্রস্থ না হয় । এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6106466233863720137

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item