আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ ১৩ এপ্রিল শনিবার শহরের উত্তর চাউলিয়াপট্টিস্থ খানকাহ্ রহমানিয়া নূরানী তা’লীমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার ছাদ ঢালাই ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে মোঃ বজলুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ জাকিয়া তাবাস্সুম জূুঁই। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোঃ নুরুজ্জামান জাহানী, জেলা পরিষদ সদস্য ফয়সল হাবিব সুমন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবির সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক মোঃ সাখওয়াত হোসেন সাকু, মাদ্রাসা কমিটির কর্মকর্তার মধ্যে মোঃ জহির খান, মোঃ মোস্তফা কামাল মুক্তি বাবু, মিঠু তালুকদার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম বাবুল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মহিবুল, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শহর তৃণমুল লীগ, মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তবর্গ। উক্ত মাদ্রাসার চার তলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাই উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ জসিমউদ্দিন।