আন্তঃজেলা মোটরসাইকেল চুরির চক্রের প্রধান বাটুল গ্রেফতার॥ চারটি মোটরসাইকেল উদ্ধার




ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২২ এপ্রিল॥ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হোতা রবিউল ইসলাম বাটুল (৪২) নীলফামারী পুলিশের অভিযানে গতকাল রবিবার (২২ এপ্রিল) রাতে গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছে চোরাইকৃত চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বাটুল দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট ভান্ডারদহ বকুলতলা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হোতা রবিউল ইসলাম বাটুলের নামে বিভিন্ন থানায় ২৯ টি মামলা রয়েছে। সম্প্রতি সে তার বাহিনী নিয়ে নীলফামারী শহর হতে ৫টি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। ওই সুত্র ধরে গোপন সংবাদে গতকাল রবিবার রাতে তাকে নীলফামারী শহরের পৌর মার্কেটে হাতে নাতে ধরার সময় সে পুলিশের উপর চড়াও হয়ে হামলা চালায়। ওই রাতেই তার স্বীকারোক্তি অনুযায়ী ৪টি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হোতা রবিউল ইসলাম বাটুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 5297555081750413890

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item