ডিমলায় সরকারী সেবাদান প্রতিষ্ঠানের সাথে সিবিও’র বার্ষিক সম্বনয় সভা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :  
ডিমলায় নারীর ক্ষমতায়ন সৃষ্টির লক্ষ্যে প্রকল্পের সিবিও’র সদস্য’র সাথে  সরকারী বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠানের প্রধানদের বার্ষিক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সোমবার পল্লীশ্রী’র আয়োজনে ব্রেড ফর দ্যা জার্মানীর সহযোগিতায় উপজেলা বিআরডিবি’র সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের উপজেলা ৫টি ইউনিয়নের মোট ২০ জন নারী সিবিও সদস্য অংশগ্রহণ করেন। সভার এক পর্যায়ে বিভিন্ন সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে অংশগ্রহণকারী সিবিও’র সদস্যদের উন্মুক্ত আলোচনা হয়। এর ফলে সরকারী প্রতিষ্ঠানে বিভিন্ন সেবা সম্পর্কে সিবিও এর সদস্যগণ অভিহিত হন এবং সেবাগুলি পেতে খুব সহজেই সেবাদানকারী প্রতিষ্ঠানে যেতে পারবেন বিভিন্ন ইউনিয়নের সিবিও সদস্যরা। নারীদের স্বাবলম্বী ও নারীদের ক্ষমতায়নের সুযোগ সৃষ্টির লক্ষে বিভিন্নভাবে সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন সরকারী প্রতিষ্ঠানের প্রদানগণ। প্রকল্পের জেলা প্রোগ্রাম অফিসার শাহানাজ পারভীন ও উপজেলা সমন্বয়কারী মো: সাইনুল ইসলামের সঞ্চলনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাজিউর রহমান, উপজেরা কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড প্রশিক্ষক আয়শা সিদ্দিকা, উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভি.এফ.এ মোজাফ্ফর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসের অফিস সহকারী আবু সালাম শাহ্ প্রমুখ।  

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item