দেবীগঞ্জের সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
https://www.obolokon24.com/2019/04/debigang.html
মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ (রানা),সিনিয়র রিপোর্টার-ঃদেবীগঞ্জ উপজেলার ৫নং সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের উন্মুক্ত বাজেট ২০১৯-২০অর্থ বছরের ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহা আলম, ব্যবসায়ী লিটন, কৃষক সুকুমার রায় প্রমুখ। উপস্থিত ছিলেন- পরিষদের কর্মচারীসহ শতাধিক ইউনিয়নবাসী।
পরে চেয়ারম্যান আগামী অর্থবছরের উন্নয়নমূলক কাজের জন্য ৭৫ লাখ ০১ হাজার ৮০০ টাকা আয় ও সমপরিমাণ ব্যয়ের বাজেট ঘোষণা করেন।#
পরে চেয়ারম্যান আগামী অর্থবছরের উন্নয়নমূলক কাজের জন্য ৭৫ লাখ ০১ হাজার ৮০০ টাকা আয় ও সমপরিমাণ ব্যয়ের বাজেট ঘোষণা করেন।#