চিলাহাটি আশা স্বাস্থ্য কেন্দ্রের উদ্দোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

এ.আই.পলাশ.চিলাহাটি,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি আশা স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গত ০৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৯ উপলক্ষে সকাল ১০টায় আশা এনজিও অফিস থেকে একটি র‌্যলি বের হয়ে চিলাহাটি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে আশা অফিসে এসে শেষ হয়। এই বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল বাক্য ছিল “সমতা ও সংহতি নির্ভর সার্বজনিন প্রাথমিক স্বাস্খ্য সেবা”। র‌্যলি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আশা এনজিওর হলরুমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী-লীগ ভোগডাবুরী ইউনিয়ন শাখার যুবলীগের সভাপতি ও সমাজ সেবক এ.কে.এম.জাহাঙ্গীর বসুনিয়া রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন, সাংবাদিক এ.আই.পলাশ, আশা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার শাহরিয়ার, ব্যবসায়ী রাজু , রাজিউর রহমান, লাজু মিয়া এবং আলোচনা সভাটি পরিচালনা করেন আশা-২ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মাজিদুল ইসলাম ও আশা-১ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আমিনুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মানকে ভুক্তভুগি মানুষদের দোর গোরায় নিয়ে যাওয়ার জন্য ব্যপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান। চিলাহাটিতে আশা স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় এক বছর পূর্বে। আজ এলাকার মানুষ অসুস্থ হলে দ্রুত এই আশা স্বাস্থ্য কেন্দ্রে আসলেই স্বাস্থ্য সেবা ও সু-চিকিৎসা পেয়ে যাচ্ছে। অপরদিকে আশা এনজিওর মাঠ পর্যায়ের কর্মীরা ছোট ছোট শিশুদের নিয়ে যে শিক্ষা কার্যক্রম এই এলাকায় চালু করেছে তা প্রশংসনিয়। উক্ত অনুষ্ঠানের র‌্যলি ও আলোচনা সভায় সভাপত্ত্বি করেন নীলফামারী জেলা আশা এনজিওর ম্যানেজার রফিকুল ইসলাম।

পুরোনো সংবাদ

নীলফামারী 6606534257423704967

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item