পাগলাপীরে বাঁশের খুটি ও গাছের ডুম ভর্তি দুটি ট্রাক ট্রলি সড়কের খাদে পড়ে আহত ৫
https://www.obolokon24.com/2019/04/accident_30.html
হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরে বাঁশের খুটি ভর্তি ট্রাক ও ইউকালেক্টর গাছের ডুম ভর্তি ট্রলি সড়কের খাদে পড়ে দুটি পরিবহনের ড্রাইভার হেল্পার ব্যবসায়ী সহ ৫ ব্যক্তি গুরুতর জখম হয়েছে। গুরুতর জখমদের মধ্যে ট্রলির ড্রাইভার ২ গাছ ব্যবসায়ী সহ ৩ ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৫টায় রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের পাগলাপীরের হরকলি ঠাকুরপাড়া হরিমন্দির সংলগ্ন এলাকায় এ দূঘর্টনাটি ঘটেছে। প্রত্যক্ষ দর্শীরা জানান দূঘর্টনা কবলিত শ্যালোর ইঞ্জিন চালিত ট্রলিটি বদরগঞ্জ হতে ইউকালেক্টর গাছের ডুম নিয়ে মমিনপুর শলেয়াশাহ হয়ে পাগলাপীর বন্দর আসার পথে উক্ত স্থানে গাড়ির সামনের চাকা পাম্পচার হলে গাড়িটি সড়কের বামপাশ্বে দার করিয়ে চাকা বদলানোর সময় সৈয়দপুর তারাগঞ্জ থেকে ছেড়ে আসা রংপুরগামী ঢাকা মেট্রো ড-১১-৩৯০৩ নম্বরের ডেকোরেটরের বাঁশের খুটি ভর্তি ট্রাকটি পিছন দিক থেকে এসে সামন দিয়ে ধাক্কা মারে। এ দূঘর্টনায় দুটি পরিবহন সড়কের খাদে পড়ে ড্রাইভার হেল্পার সহ ব্যবসায়ী হতাহতের শিকার হন। এলাকাবাসীরা দাবি করছেন ট্রাক ড্রাইভার মাতাল অবস্থায় গাড়ি চালানোই এ দূঘর্টনার কারণ। তবে হতাহতদের পরিচয় জানা যায় নি।