এসএম হলে ডাকসুর ভিপি নুর ‘অবরুদ্ধ’

 অনলাইন ডেস্ক



ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ডাকসু ভিপি নুরুল হক নূরসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এসএম হল সংসদের নেতারা প্রভোস্ট কক্ষে তাদের অবরুদ্ধ করে রেখেছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে তাদের অবরুদ্ধ করা রাখা হয়।

 জানা গেছে, এসএম হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ফরিদ হাসানকে মারধরের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে সমর্থন জানান ভিপি নূর।

মানববন্ধন শেষে নূরের নেতৃত্বে ডাকসু নির্বাচনে অংশ নেয়া নেতাকর্মীরা ফরিদ হাসানকে মারধরের অভিযোগ দিতে এসএম হলে যান। তাদের মধ্যে কয়েকজন নারী নেত্রীও ছিলেন।
কিন্তু সেখানে যাওয়ার পর হল সংসদের নেতারা নূরসহ কয়েকজনকে অবরুদ্ধ রাখেন। এছাড়া নারী নেত্রীরা ফিরে যাওয়ার সময় তাদের উপর ডিম নিক্ষেপের অভিযোগও উঠেছে।
এ বিষয়ে এসএম হল সংসদের ভিপি এমএম কামাল বলেন, ভিপি নূর আমাদেরকে অবহিত না করেই হলে এসেছেন। এছাড়াও তিনি নারীদের সাথে নিয়ে হলে এসেছেন যা এস এম হলের সংস্কৃতির সঙ্গে যায় না। তাই তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।
এ বিষয়ে ভিপি নূর বলেন, প্রভোস্টের কাছে ফরিদ হাসানকে মারধরের অভিযোগ দিতে এসেছি। তবে এ ঘটনার সময় হল প্রভোস্ট অনুপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 7823633648948811072

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item