অবশেষে সবুজ জার্সির বুকে লালের ছোঁয়া
https://www.obolokon24.com/2019/04/Bangladesh-team.html
অনলাইন ডেস্ক
বাংলাদেশ মানেই লাল-সবুজ। সবুজের বুকে লাল কোথায়? এমন প্রশ্নে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার পর বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সিতে সবুজের বুকে লাল রঙ যোগ করেছে বিসিবি। ইতিমধ্যে জার্সির নতুন ডিজাইন প্রকাশও করেছে বিসিবি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পাপন জানান, নতুন জার্সিতে সবুজ রঙের ওপর থাকবে লালের ছোঁয়া। দুই হাতায় থাকছে লাল রঙ। বুকে লাল রঙের একটি শেড থাকবে। সেখানে সাদা রঙে লেখা থাকবে বাংলাদেশ।
তিনি বলেন, জার্সি নিয়ে বির্তকের পর নতুন এই ডিজাইন চূড়ান্ত করেছি। আইসিসি আমাদের নতুন ডিজাইন অনুমোদন করেছে।
এরআগে সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের জন্য সবুজ রঙের জার্সি উন্মোচন করে বিসিবি। সেখানে কোথাও লাল না থাকায় অনলাইনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তুমুল সমালোচনা শুরু হয়।
বেশিরভাগ সমর্থকেরই পছন্দ হয়নি মাশরাফিদের বিশ্বকাপ জার্সি। অনেকেই আবার জার্সির সঙ্গে খুঁজে পান পাকিস্তানি জার্সির মিল। সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার পর আইসিসির অনুমতি নিয়ে আজ (মঙ্গলবার) নতুন জার্সি উম্মোচন করল বিসিবি।