রাত পোহালেই ভোট॥ নীলফামারীর ছয় উপজেলায় উপজেলা নির্বাচনে নিরাপত্তা বেষ্টনীতে ৫০৮ ভোট কেন্দ্র

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৯ মার্চ॥ নীলফামারীর ছয় উপজেলায় রাত পোহালেই কাল রবিবার (১০ মার্চ) প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের নিরাপত্তা বেষ্টনীতে প্রস্তুত রাখা হয়েছে ৫০৮টি ভোট কেন্দ্র। আজ শনিবার (৯ মার্চ) বিকালের মধ্যে সহকারী রির্টাানিং কর্মকর্তার কাছ থেকে ভোট গ্রহনের জন্য যাবতীয় সমরঞ্জাম নিয়ে স্ব-স্ব ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী। ৫০৮টি ভোট কেন্দ্রের মধ্যে রয়েছে ডোমারে ৬৪, ডিমলায় ৭৩, সদরে ১২৬, জলঢাকায় ৮৯, কিশোরীগঞ্জে ৭৮ ও সৈয়দপুরে ৭৮টি।
ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারে সে জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাগন শতভাগ অবাধ নিরপেক্ষ সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহন ও ফলাফল প্রকাশের নিশ্চিয়তা প্রদান করেছে। সকাল ৮টা হতে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলবে। এ ছাড়া ভোট কেন্দ্রে কেউ অরাজকতা সৃষ্টি বা জাল ভোট দেয়ার চেষ্টা করলে সে যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
জেলায় মোট ভোটারসংখ্যা ১২ লাখ ৯০ হাজার ১৯৭ জন। এর মধ্যে ডোমার উপজেলায় এক লাখ ৭৫ হাজার ২৪২, ডিমলায় এক লাখ ৯৭ হাজার ২৯৩, সদরে তিন লাখ ১১ হাজার ৭৩৫, জলঢাকায় দুই লাখ ৩৬ হাজার ১৭২, কিশোরগঞ্জে এক লাখ ৮২ হাজার ৯৩১, সৈয়দপুরে এক লাখ ৮৬ হাজার ৮২৪ জন।
জেলায় প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে ১৬ জন (সদর এবং জলঢাকা উপজেলা বাদে) ভাইস চেয়ারম্যান পদে ২৮, নারী ভাইস চেয়ারম্যান পদে ২১ জন।
এরমধ্যে ডোমার উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন, নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন, ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে চার জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন, নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন, কিশোরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ছয় জন, ভাইস চেয়ারম্যান পদে আট জন, নারী ভাইস চেয়ারম্যান পদে সাত জন, সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন, জেলা সদরে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকায় এখানে ভাইস চেয়ারম্যান পদে ছয় জন, নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন রয়েছেন। অপরদিকে জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত আছে। সেখানে ভাইস চেয়ারম্যান পদে চার জন, নারী ভাইস চেয়ারম্যান পদে দুই জন রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর মোট  আট হাজার ১৬ সদস্যকে নিয়োজিত করা হয়েছে।
এদিকে র‌্যাব-১৩ এর অধিনায়ক মোজ্জাম্মেল হক আজ শনিবার দুপুরে নীলফামারী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন,‘শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে র‌্যাবের ১২টি মোবইল টীম স্টইিকিং ফোর্সের তিনটি দল মাঠে থাকবে। নির্বাচনের পর আরো দুই দিন পর্যন্ত তারা মাঠে কাজ করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম বলেন,‘শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি উপজেলায় একাধিক মোবাইল টীম মাঠে রয়েছে।#

পুরোনো সংবাদ

নীলফামারী 6258103082710407235

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item