নীলফামারী উত্তরা ইপিজেডের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৪ মার্চ॥ ৪৯তম মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে ২৫ মার্চ কালরাত্রির গণহত্যা ও ৩০ লাখ শহীদের আতœত্যাগের স্মরণে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আয়োজনে নীলফামারীর উত্তরা ইপিজেডে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালন করা হয়। আজ রবিবার (২৪ মার্চ) সকাল হতে বিকাল পর্যন্ত উত্তরা ইপিজেডের বেপজা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সহ ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহের চারশত শ্রমিক-কর্মচারী স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন বলে সংশ্লিষ্টরা জানায়। এ সকল রক্ত অসহায় রোগীদের জন্য রেডক্রিসেন্টের মাধ্যমে দান করা হরে।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ, উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক এসএম আখতার আলম মোস্তাফী, উপব্যবস্থাপক খালেদ মাহমুদ, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেএম মাহবুব, উর্দ্ধতন সহকারী সচিব হাবিবুর রহমান, হিসাব বিভাগের উপব্যবস্থাপক নাসির উদ্দিন ।
এর আগে সকালে ঢাকাস্থ বেপজা কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফান্সের মাধ্যমে ওই কর্মসূচির উদ্ধোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান।
ইপিজেডের মহাব্যবস্থাপক এসএম আখতার আলম মোস্তাফী জানান, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরনে উত্তরা ইপিজেডসহ দেশের আটটি ইউপিজেডে ২০১৭ সাল থেকে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে উত্তরা ইপিজেডে রবিবার দিনভর ৪০০ কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেছেন। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 8251547116944278412

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item