আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর হয়ে কাজ করার অভিযোগে পাটগ্রামের ওসি প্রত্যাহার

 লালমনিরহাট প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর হয়ে কাজ করার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাতকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক তাকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন বলে লালমনিরহাটের পুলিশ সুপার এস এস রশিদুল হক নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, অন্য প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ইসি পাটগ্রাম ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি আগামীকাল শনিবার আসলে তা কার্যকর হবে।

পাটগ্রাম থানার ওসি আরজু সাজ্জাত মুঠোফোনে জানান, ‘প্রত্যাহারের খবর তিনি টিভিতে শুনেছেন। চিঠি পেলেই তিনি চলে যাবেন।

এ বিয়য় জানতে চাইলে পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘চিঠি হাতে পাওয়ার পরই পাটগ্রামের ওসি আরজু সাজ্জাতকে সড়িয়ে নেওয়া হবে। তবে নতুন কোন ওসি যাবেন এ বিষয়ে বলা যাচ্ছে না।’

পুরোনো সংবাদ

লালমনিরহাট 4231551687761103443

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item