কিশোরগঞ্জে বিদ্রোহী প্রার্থী শাহ আবুল কালাম বারী পাইলট বেসরকারীভাবে নির্বাচিত

মো: শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ  মনোনিত নৌকা মার্কার  প্রার্থী জাকির হোসেন বাবুলকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন  আওয়ামী যুবলীগের আহবায়ক বিদ্রোহী প্রার্থী শাহ আবুল কালাম বারী পাইলট (আনারস) । তিনি  পেয়েছেন ৩৭ হাজার ৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী  রশিদুল ইসলাম রশিদ (ঘোরা) পেয়েছেন  ২৩ হাজার ৬৭৬  ভোট । আওয়ামীলীগ মনোনিত  (নৌকা) মার্কার প্রার্থী জাকির হোসেন বাবুল পেয়েছেন ৯৮৫৪ ভোট, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রশিদুল ইসলাম (লাঙ্গল প্রতীক)  পেয়েছেন  ১২ হাজার ৫৭ ভোট।
 পুরুষ ভাইস চেয়ারম্যান  পদে বেসরকারী ফলাফলে রবিউল ইসলাম বাবু ( টিয়াপাখি) পেয়েছেন ২৯৮৩১ ভোট, তার নিকটতম প্রতিদন্ডী  ভুবন মহন্ত (চশমা) ১৭ হাজার ৮৩০।
মহিলা ভাইস চেয়ারম্যান বেসরকারী ফলাফলে মোছা: শাফলা বেগম (পদœফুল) ২০ হাজার ৬৮২ তার নিকটতম প্রতিদন্ডি ( ফুলের টপ) শিল্পী রানী ১৭ হাজার ৬৩১ ভোট।

পুরোনো সংবাদ

নীলফামারী 6585453948965871983

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item