প্রাপ্ত ফল ৬৪: চেয়ারম্যান পদে আ’লীগ ৪৫, বিদ্রোহী ১৪, স্বতন্ত্র ৫

ডেস্ক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১২ জেলার ৭৮টি উপজেলায় ভোট হয়েছে রোববার। এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হয়। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া বড় রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বর্জন করায় এ নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ছিল না তেমন আলোচনা ও উত্তাপ। ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। এরই মধ্যে ভোট গণনা শেষে বিভিন্ন উপজেলার বেসরকারি ফল প্রকাশ করা হয়েছে। বেশিরভাগ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

প্রথম দফায় ৮৭টিতে ভোটগ্রহণের কথা থাকলেও ৬টি উপজেলায় ভোগগ্রহণ স্থগিত এবং তিনটি উপজেলায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৭৮টি উপজেলায় ভোট হয়। নির্বাচনে চেয়ারম্যান পথে দুই শতাধিক এবং ভাইস চেয়ারম্যান পদে ৪৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষপ্রাপ্ত ৬৪টি উপজেলার বেসরকারী ফলাফলে চেয়ারম্যানে পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন ৪৫টি উপজেলায়। আওয়ামী লীগেরবিদ্রোহী প্রার্থীরা ১৪টিতে ও স্বতন্ত্র প্রার্থীরা ৫ টিতে জয়ী হয়েছেন।

পঞ্চগড় : পঞ্চগড় সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম, আটোয়ারীতে তৌহিদুল ইসলাম, দেবীগঞ্জে আবদুল মালেক চিশতি, বোদায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফারুক আলম টবি, তেঁতুলিয়ায় মাহামুদুর রহমান ডাবলু।

লালমনিরহাট : লালমনিরহাট সদরে কামরুজ্জামান সুজন (আওয়ামী লীগ বিদ্রোহী), কালীগঞ্জে মাহবুবুজ্জামান আহমেদ (আওয়ামী লীগ), হাতিবান্ধায় মশিউর রহমান মামুন (আওয়ামী লীগ বিদ্রোহী) এবং পাটগ্রামে রুহুল আমিন বাবুল (আওয়ামী লীগ) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

নীলফামারী : ডিমলায় আওয়ামী লীগের মো. তবিবুল ইসলাম, সৈয়দপুরে আওয়ামী লীগের মোকসেদুল মোমিন। অপরদিকে কিশোরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী শাহ মো. আবুল কালাম বারি পাইলট, নীলফামারী সদর উপজেলায় হাইকোর্টের স্থগিতাদেশ আজ শুনানি ও বায়ে সাইদ মাহমুদকে (আওয়ামী লীগ) একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান ঘোষণা দেয়া হয়। স্থগিতাদেশ থাকায় জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে নৌকার মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলালে নৌকার মোস্তাকিম মণ্ডল এবং আক্কেলপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম আকন্দ।

নাটোর : নাটোরের সিংড়ায় নৌকার শফিকুল ইসলাম শফিক, বাগাতিপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অহিদুল ইসলাম গকুল, বড়াইগ্রামে নৌকার ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন এবং লালপুরে নৌকার মো. ইসাহাক আলী।

রাজশাহী : রাজশাহীর পবা উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। বাকি উপজেলার মধ্যে গোদাগাড়ীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ জাহাঙ্গীর আলম, তানোরে আওয়ামী লীগের লুৎফর হায়দার রশিদ ময়না, বাগমারায় আওয়ামী লীগ অনিল কুমার সরকার, দুর্গাপুরে আওয়ামী লীগের নজরুল, পুঠিয়ায় আওয়ামী লীগ জিএম হিরা বাচ্চু, চারঘাটায় আওয়ামী লীগের ফখরুল ইসলাম, মোহনপুরে অ্যাডভোকেট আবদুস সালাম ও বাঘায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকার অধ্যক্ষ আজাদ রহমান, রায়গঞ্জে নৌকার ইমরুল হোসেন তালুকদার, বেলকুচিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরুল ইসলাম।

নেত্রকোনা : নেত্রকোনায় ৮টি উপজেলার মধ্যে সদর উপজেলায় আওয়ামী লীগের তফসির উদ্দিন খান, কেন্দুয়ায় আওয়ামী লীগ মো. নূরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার ভোটে মোহনগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মো. শহীদ ইকবাল, খালিয়াজুরীতে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া জব্বার, মদনে আওয়ামী লীগ মো. হাবিবুর রহমান, কলমাকান্দায় আওয়ামী লীগের আবদুল খালেক তালুকদার, বারহাট্টায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাইনুল হক কাসেম, দুর্গাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদরে খায়রুল হুদা চপল (আওয়ামী লীগ), ছাতকে মো. ফজলুর রহমান (আওয়ামী লীগ), তাহিরপুরে করুণা সিন্ধু চৌধুরী বাবুল (আওয়ামী লীগ), দিরাইয়ে মঞ্জুরুল আলম চৌধুরী (আওয়ামী লীগ বিদ্রোহী), শাল্লায় চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আওয়ামী লীগ), দক্ষিণ সুনামগঞ্জে ফারুক আহমদ (বিএনপি), দোয়ারাবাজারে ডা. আবদুর রহিম (আওয়ামী লীগ), বিশ্বম্ভরপুরে সফর উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী), ধর্মপাশায় মোজাম্মেল হোসেন রোকন (আওয়ামী লীগ বিদ্রোহী) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জামালপুর : জামলপুরের বকশিগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার ৪১ হাজার ৯৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী একেএম সাইফুল ইসলাম বিজয় পেয়েছেন ১৭ হাজার ২৬৩ ভোট। ইসলামপুরে জামাল আবদুর নাসের (আওয়ামী লীগ) জয়ী হয়েছেন। এর আগে জামালপুর সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আবুল হোসেন (আওয়ামী লীগ), সরিষাবাড়ীতে গিয়াস উদ্দিন পাঠান (আওয়ামী লীগ), মেলান্দহে ইঞ্জিনিয়ার কামরুজ্জামান (আওয়ামী লীগ) ও মাদারগঞ্জে ওবায়দুর রহমান বেলাল (আওয়ামী লীগ)।

হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আবদুল হাই। মাধবপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

উল্লেখ্য, সারাদেশের উপজেলাগুলোয় এবার পাঁচ ধাপে ভোটগ্রহণ করবে ইসি। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8132108809749888689

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item