নীলফামারীতে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২১ মার্চ॥ ‘মর্মে জাগুক মুক্তির গান শুদ্ধ সংস্কৃতি বাঙ্গালীর প্রাণ’ এই শ্লোগানকে সমানে রেখে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নীলফামারী জেলা সংসদের পঞ্চম জেলা সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে নীলফামারী পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলণের উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল।
সম্মেলনে জেলা সংসদের বর্তমান সভাপতি আবুল মনসুর ফকিরকে পুনরায় সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় সহ-সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য।

উদীচী শিল্পী গোষ্ঠি নীলফামারী জেলা সংসদের সভাপতি আবুল মনসুর ফকিরের সভাপতিতে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আবুল হাসনাত, আতিয়ার রহমান, শ্রীদাম দাস, সম্মিলিত সাংস্কৃতি জোটের জেলা সভাপতি আহসান রহীম মঞ্জিল, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, ভাওয়াইয়া একাডেমীর জেলা সভাপতি আতাউর রহমান মুকুল, রবীন্দ্র সংগীত সম্মিলন  পরিষদ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কামরুল আলম শাহ্ মুকুল, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সহসভাপতি চৌধুরী নিটল আল ওয়ায়েস প্রমূখ।
এর আগে সম্মেলণ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘যেমন খুশি তেমন সেজে’ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। #

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 722944048057728738

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item