ঠাকুরগাঁওয়ের মোহাম্মদপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডভোকেট জাকিয়া

মোঃ আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহাম্মদপুর আওয়ামীরীগের সভাপতি মোস্তাফিজুর রহমানকে সাথেনিয়ে তার ইতিহাস সম্পর্কে মোহাম্মদপুর গ্রামের বাড়ীতে গিয়ে এই তথ্য পাওয়া যায়। ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের মেয়ে ৩ জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুই কে মনোনীত করেছেন। তিনি মহান জাতীয় সংসদ এর সংরক্ষিত নারী সাংসদ হিসেবে দিনাজপুরের এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুই কে মনোনীত করেছেন। এডভোকেট জাকিয়া তাবাসসুম জুই শুধু দিনাজপুর না,তিনি বৃহত্তর দিনাজপুর (বর্তমান দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড়) এর গর্ব। এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম সেই মহান নেতা  জননেতা এ্যাডভোকেট আজিজুর রহমান এমএনএ এর কনিষ্ঠ কন্যা। কে এই এ্যাডভোকেট আজিজুর, দিনাজপুর বাসি আজ তাকে ভূলতে বসেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাকে ভূলেননি। এ্যাডভোকেট আজিজুর রহমান বর্তমান ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর  ইউনিয়ন এ জন্ম গ্রহণ করেন। এ্যাডভোকেট আজিজুর রহমান এমএনএ ছিলেন বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর -ঠাকুরগাঁও -পঞ্চগড়) জেলা আওয়ামী লীগ এর পর পর দুই মেয়াদের সাবেক সভাপতি। এ্যাডভোকেট আজিজুর আরো ছিলেন দিনাজপুর বার কাউন্সিল এর সভাপতি। আরো যেটা গুরুত্বপূর্ণ তা হল এ্যাডভোকেট আজিজুর রহমান ১৯৭০ সালের ইলেকশনে জাতীয় পরিষদ সদস্য হিসেবে দিনাজপুর জাতীয় পরিষদ -০২ (বর্তমান ঠাকুরগাঁও সদর,বালিয়াডাংগি, হরিপুর, রাণীশংকল) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে মুসলিম লীগের প্রার্থীকে পরাজিত করে জাতীয় পরিষদ সদস্য (এম এন এ) নির্বাচিত হন। এছাড়া  এ্যাডভোকেট আজিজুর রহমান এমএনএ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সময় পশ্চিমাঞ্চল জোনের চেয়ারম্যান। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল এ্যাডভোকেট আজিজুর রহমান এমএনএ ১৯৭৩ এর পর বিভিন্ন প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে রাজনীতি থেকে সরে যান,এবং মানবেতর জীবনযাপন করেন এবং বিনা চিকিৎসায় ১৯৯১ সালে দিনাজপুর শহরের এক জীর্ণ ভাড়া বাড়িতে ইন্তেকাল করেন। এ্যাডভোকেট আজিজুর রহমান এর ৮ ছেলে মেয়ের মধ্যে সবার ছোট হলেন এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম। সকলেই উচ্চ শিক্ষিত এবং সমাজের অনেক উচু অবস্থানে আছেন। যদিও তারা কেউ রাজনীতিতে আসেননি। বাবার মতো এডভোকেট  জাকিয়া তাবাসসুম ও খুব সাধারণ জীবন যাপন করেন। তিনি এখন অবধি ভাড়া বাড়িতে বসবাস করছেন দিনাজপুরে। নেতা তো এমনি হওয়া উচিত।  আমরা তরুণ প্রজন্ম এ্যাডভোকেট আজিজুর রহমান এমএনএ কে দেখিনি, কিন্তু তার ছায়া আপনার মাঝে বিরাজমান। শুভকামনা মহান নেত্রী জাকিয়া তাবাসসুম। আপনার হাত ধরে এগিয়ে চলুক দিনাজপুর –ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাবাসী।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4814935846201665051

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item