সৈয়দপুরে হরিজন জনগোষ্ঠির দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিকরণ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে হরিজন জনগোষ্ঠির দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র ওই সভার আয়োজন করে।
আজ (বৃহস্পতিবার) সকালে সৈয়দপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাতিখানা আইরিস স্কুল হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্¦ করেন সৈয়দপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজগার আলী।
 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর কনিকা রাণী সরকার।
 এতে বিশেষ অতিথি ছিলেন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আব্দুস্ সামাদ।
এছাড়াও সভায় সংস্থার প্রজেক্টের অফিসার রেদওয়ানুর রহমান, ফিল্ড ফেসিলিটেটর (এফএফ) এরশাদ আলী, জয়মনি রাণী রায়,ভলান্টিয়ার মৌসুমী রায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন ওয়ার্ডের হরিজন নেতা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন আমাদেও সমাজে হরিজন  জনগোষ্ঠি সামাজিকভাবে অবহেলিত ও বৈষম্যের শিকার। এই বৈষম্যের কারণে তারা নাগরিক বিভিন্ন সেবা  ও অধিকার থেকে বঞ্চিত।  আমরা তাদের মানুষ হিসেবে  সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে একযোগে কাজ করতে চাই।

পুরোনো সংবাদ

নীলফামারী 8236746253840534052

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item