সৈয়দপুরে ভুয়া মেজর আটক

ইনজামাম-উল-হক,নীলফামারী ॥ সেনাবহিনীর মেজর পরিচয় দিয়ে বিয়ে করার জন্য মেয়ে দেখতে এসে আটক হয়েছে মাহাবুল আলম (২৬) নামের এক মাইক্রোবাস চালক।রবিবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার কলিম মোড় থেকে তাকে থানা পুলিশ আটক করে। আটক ভুয়া মেজর পাশ্ববর্তী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর ভবানীপুরের ডাঙ্গারহাট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পেশায় সে একজন মাইক্রোবাস চালক বলে পুলিশ জানায়।
অভিযোগে মতে, ওই মাইক্রোবাস চালক সোবাহিনীতে মেজর পদে যোগদান করেছে এমন প্রতারণার আশ্রয় নিয়ে সৈয়দপুর শহরের জনৈক শফিকুল ইসলামের মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়ে তড়িঘড়ি কাবিন করার চেষ্টা চালায়। এতে মেয়ে পক্ষের সন্দেহ হলে তারা খোঁজ নিয়ে মুল ঘটনা জানতে পারে। সঙ্গে সঙ্গে বিষয়টি সৈয়দপুর থানায় অবগত করে মেয়ে পক্ষ।
সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, খবর পেয়ে আমরা ভুয়া মেজর কে আটক করি রাতেই। আজ সোমবার(১৮ মার্চ) তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7283209220532101009

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item