সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে গণহত্যার স্মৃতিচারণমূলক আলোচনা সভা

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে গণহত্যার স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা হয়েছে। গতকাল (শনিবার) কলেজ চত্বরে ওই সভার আয়োজন করা হয়।
সভায় মূখ্য আলোচক ছিলেন সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক।
এতে আরো আলোচক ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ই্উনুছ আলী।
 গভায় এতে সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।
সভায় মূখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক তাঁর বক্তব্যে ১৯৭১ এর ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণা করেন। সেই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে কিভাবে ভারতে গিয়ে ট্রেনিং গ্রহন করেন এবং দেশে ফিরে পাকবাহিনীর বিরুদ্ধে দেশকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়ার কাহিনী তুলে ধরেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশমাতৃকার স্বাধীনতার জন্য কিভাবে প্রাণপন যুদ্ধ করেছিলেন তা সবিস্তারে শিক্ষার্থীদের সামনে একে একে উপস্থাপন করেন তিনি।
আর সভায়  এমন একজন বীর মুক্তিযোদ্ধার মুখে  ১৯৭১ মুক্তিযুদ্ধের কাহিনী উপস্থিত শিক্ষার্থীরা মনোযোগ ও ধৈর্য সহকারে শোনেন। এ সময় অনেকেই সেদিনের ভয়াবহ কাহিনী শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। আর মুক্তিযুদ্ধে আমাদের  অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদানের কথা জানতে  পেরে প্রশংসায় পঞ্চমুখ বনে যান এবং তাদের জন্য গৌরববোধও করেন।
 গভায় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপিস্থত ছিলেন।  

পুরোনো সংবাদ

নীলফামারী 8095545275012139347

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item