সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ(শনিবার) সকালে কলেজ চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিন।
 এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর সরকারি কাগিরী কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ।
 সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারীর জেলা প্রশাসক নাজিয়া শিরিন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিযোগিতায় অলিম্পিক মশাল প্রজ্বলন করেন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোছা. ফাতেমাতুজ্জোহরা।
অনুষ্ঠানে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস্ সালাম,  সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বাদলসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন,সাংবাদিক, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজের সিনিয়র সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) আলহাজ্ব আ. ত. ম. রেজাউল কবীর ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট পরিচালনা করেন। এতে ৫৬ টি ইভেন্টে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও  প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ‘যেমন খুশী তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নেয়।
  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটি আহ্বায়ক কলেজের সহকারি অধ্যাপক মো. আবুল কালাম আজাদ  অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ন এবং সিনিয়রসহকারি শিক্ষিকা ইসমত জেরিন মান্নান পুরো পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।     

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3195563633009237135

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item