আমাদের সকলকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে- বানিজ্যমন্ত্রী টিপু মুনশি

হাজী মারুফ-বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, ১৯৭১ সালে ২৮ শে মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে রংপুরের অসংখ মানুষের প্রান গেছে। সেই সব শীহদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের সকলকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রংপুরের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। ১ বছরের মধ্যে রাংপুরে গ্যাস নিয়ে আসবো। খুব অল্প সয়ের মধ্যে রংপুর মেডিকেল কলেজকে মেডিকেল বিশ^ বিদ্যালয় করা হবে। তিনি আরও বলেন, আমি মুক্তিযুদ্ধে দির্ঘ ৯মাস বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহামন  এর সাথে থেকে যুদ্ধ করেছি। তার সাথে আমার অত্বার সম্পর্ক। তার নামে  বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয়টি এমপি ভুক্ত করার জন্য আমি আপ্রান চেষ্টা করবো। বৃহস্পতিবার  ২৮ শে মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে গনেশপুর-গুড়াতিপাড়ায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম। আলোচনা সভায় হাজী তমিজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ও গুড়াতিপাড় মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ মো. তবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আজমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী তুহিন, রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক রংপুর জেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইলিয়াস আহমেদ, গনেশপুর বায়তুর মামুর মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুর রইচ উদ্দিন, বিশিষ্ঠ সমাজ সেবক ও কাকন জুয়েলার্স এর সত্বাধিকারী আলহাজ¦ আবু নুর মোহাম্মদ আহসান হামিদ, বিশিষ্ঠ সমাজ সেবক ও ইসলাম জুয়েলার্স এর সত্বাধিকারী আলহাজ¦ সফিকুল ইসলাম, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজু সহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দরা। অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নাজমুল হুদা মামুন, সহকারি শিক্ষক আল মামুন রয়েল, সিরাজুল ইসলাম সিরাজ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোস্তাক আহমেদ,শামীম সিদ্দিকী, হাসানুজ্জামান নাজিম সহ কাউন্সিলর সমর্থক গোষ্ঠির নেতৃবৃন্দরা।

পুরোনো সংবাদ

রংপুর 5431533062806463398

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item