পাগলাপীরে ট্রাফিক সিগন্যাল, স্পিট ব্রেকার ,যাত্রী ছাউনী সহ ৮ দফার দাবিতে মানব বন্ধন পালন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে যানজন দূঘর্টনা প্রতিরোধে স্থায়ীভাবে ট্রাফিক সিগন্যাল স্থাপন, স্পিট ব্রেকার, ফ্লাইওভার গোলচত্ত্বরে স্মৃতিসৌধ স্থাপন, পাবলিক টয়লেট, যাত্রী ছাউনি, সিসি ক্যামেরার আওতায় পুরো এলাকা ও জুয়া মাদকমুক্ত  সমাজ গড়ার প্রত্যাশা সহ ৮ দফার দাবী বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার( ১৩ মার্চ )সকাল ১০টা হতে ১১ টা পর্যন্ত পাগলাপীর বন্দরের গোলচত্ত্বরে হাইওয়ে সড়কে ”মুক্তি”, অন্বেষা ও ডিফেন্স ক্লাব নামে স্থানীয় ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী মাবন বন্ধনে পাগলাপীরে বিভিন্ন শ্রেণির পেশাজীবি মহল অংশগ্রহন করেন। স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন সমাবেশে বক্তব্য রাখেন পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম, মলি মিতু নার্সারীর প্রোঃ সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলাম, মুক্তির প্রতিষ্ঠাতা কবির হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক সাগর, অন্বেষার পক্ষ থেকে আনোয়ার হোসেন, ডিফেন্স ক্লাবের পক্ষ থেকে তানভীর আহাম্মেদ সাগর, সাংবাদিক আব্দুর রহিম (সাইফ), জিয়াউর রহমান জিয়াম (চলমান বার্তা) সহ স্থানীয় বিশিষ্ট জনরা। অনুষ্ঠিত মাবন বন্ধন সমাবেশে বক্তারা স্বপ্নের শহর পাগলাপীরের আর্থ সামাজিক উন্নয়নে উক্ত ৮দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য হরিদেবপুর ইউপি, সদর উপজেলা ও জেলা প্রশাসন সহ সরকারের প্রতি দাবি জোর দাবি জানিয়েছেন। 

পুরোনো সংবাদ

রংপুর 8545093133725181350

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item