আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পঞ্চগড়ে ৩ দিনের জেলা ইজতেমা শেষ

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি -- পঞ্চগড়ে ৩ দিনের জেলা ইজতেমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল শনিবার (৩০মার্চ) দুপুর সাড়ে ১২ টায় পঞ্চগড় শহরের করতোয়া নদীর তীরে রামের ডাঙ্গা মাঠে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনের জেলা ইজতেমা শেষ হয়।
গত বৃহস্পতিবার থেকে মাহফিলের ধারাবাহিকতায় গতকাল দুপুর সাড়ে ১২টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। ৩দিন দেশ বরেন্য তাবলিগী মুরুব্বীগণ জেলা ইজতেমায় অংশ গ্রহন করে মানুষকে হেদায়েতের পথে ধাবিত হওয়ার বয়ান করেন। এতে পঞ্চগড় জেলাসহ পার্শ্ববর্তি ঠাকুরগাও, দিনাজপুর জেলার প্রায় লক্ষাধিক মুসল্লিরা আখেরী মোনাজাতে অংশ নেন। পঞ্চগড় শহরের আশ-পাশের রাস্তায় দাড়িয়েও বিপুল সংখ্যক মুসল্লি মোনাজাতে আংশ নেয়। এছাড়াও পুরুষের পাশাপাশি অসংখ্য নারীরাও মাঠের আশে-পাশের বাসা-বাড়িতে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন। কাকরাইল মসজিদের সুরা সদস্য হযরত মাওলানা মোঃ মোশারফ হোসেন বয়ান শেষে আখেরী মোনাজাতে মুসলিম বিশ^সহ দেশের শান্তি ও সমৃদ্ধির জন্যও দোয়া করেন। এবং আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে হাত তুলে চোখের পানিতে সব গুনাহর জন্য পানাহ চান। এ সময় মুসল্লিগন সব ধরনের বালা মুসিবত থেকেও মহান আল্লাহর রহমত কামনা করেন। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, পঞ্চগড় পুলিশ সুপার মো. গিয়াস উদ্দীন, পঞ্চগড় পৌর মেয়র তৌহিদুল ইসলাম মোনাজাতে আংশ নেন। গতকাল শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনের জেলা ইজতেমা শেষ হয়েছে।#

পুরোনো সংবাদ

পঞ্চগড় 7511355939425292104

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item