পঞ্চগড়ে একই পরিবারের ৬ জন অচেতন!


মো: তোফাজ্জল হোসেন (তোতা), পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একই পরিবারের ৬ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত বৃহস্পতিবার সন্ধ্যায় আটোয়ারী উপজেলার তোড়িয়া এলাকার বাসিন্দা সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক ও দৈনিক সংবাদের আটোয়ারী প্রতিনিধি হাসিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। সন্ধ্যায় ওই পরিবারের কারো সাড়া না পেয়ে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন সবাই অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। সাথে সাথেই তাদের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থরা হলেন স্কুল শিক্ষক হাসিবুর রহমান (৪০), তার মা দবিজান বেগম (৫৫), বড় বোন রাবেয়া খাতুন (৩২), বোন জামাই মেজর আলী (৪০), মেজো বোন খালেদা বেগম (২৮) এবং ছোট বোন উম্মে কুলসুম (২৩)।  আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হুমায়ুন কবীর বলেন, খাবারের সাথে কোনভাবে চেতনানাশক তাদের দেহে প্রবেশ করেছে বলে আমরা মনে করছি। হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এখন তারা শঙ্কামুক্ত। আটোয়ারী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কোনো দুষ্টচক্র টিউবওয়েলের পানি কিংবা খাবারের সাথে ঘুমের ওষুধ জাতীয় কিছু মিশিয়ে দিয়ে থাকতে পারে। এর আগেও আটোয়ারীতে এমন ঘটনা ঘটেছে। তবে ওই পরিবারের তেমন কিছু খোয়া যায়নি। রোগীরা সুস্থ হলে তাদের কাছে ঘটনার বিবরণ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 7573280261749300512

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item