ডোমার নেসকো লিঃ-এর গ্রাহক সেবার বিপরীতে লোডসেডিং-এর পাল্লা ভারী

এ.আই.পলাশ (চিলাহাটি.নীলফামারী প্রতিনিধি)-নীলফামারী জেলার ডোমার উপজেলার নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের আওতায় জেলার ডোমার-ডিমলা উপজেলা সহ আংশিক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকদের সেবার বিপরীতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডসেডিং দিয়ে আসছে দীর্ঘদিন যাবত। প্রতি বছর বিদ্যুতের সাময়িক কিছু লোডসেডিং থাকলেও এই লোডসেডিং-এর মাত্রা ব্যপক আকার ধারণ করে ইরি মৌসুমে। এর মূল কারণ,ইরি মৌসুমে এই তিনটি উপজেলায় ব্যাপক সেচ পাম্প চালু থাকে। কর্মকর্তা-গণ এই মৌসুমের পূর্বেই সেচ পাম্পের বিদ্যুতের সঠিক চাহিদা নিয়ে উপর মহলে চাহিদা পত্র দাখিল করলে হয়ত আজ এই বিদ্যুৎ গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা লোডসেডিং-এ পরে নাজেহাল হতে হতো না। কর্মকর্তাদের উদাসীনতার কারণে আজ বিদ্যুৎ গ্রাহকদের সেবার মান নেই বললেই চলে। ডোমার বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা খেয়াল-খুশিমত বিদ্যুৎ সরবারহ করছে এলাকা বিশেষ। অপর এক সূত্রে জানা গেছে,ডোমার উপজেলার বিদ্যুৎ বিতরণ কেন্দ্র নেসকো লিমিটেডের আওতায় সরকারি অফিস,ব্যবসা প্রতিষ্ঠান সহ আবাসিক এলাকায় বিদ্যুতের সংযোগ রয়েছে প্রায় ২৫ হাজার। এর মধ্যে সেচ পাম্প রয়েছে প্রায় ২ হাজার ৭০০ টি,মিল রয়েছে প্রায় ৩৫০ টি এবং কলকারখানা রয়েছে ৪ টি। বিদ্যুতের চাহিদা রয়েছে ১২ থেকে ১৩ মেগাওয়াট। সেখানে ডোমার বিদ্যুৎ কেন্দ্রে প্রদান করা হয় ১০ মেগাওয়াট। চাহিদার তুলনায় কম থাকায় এই লোডসেডিং হয় বলে জানা গেছে। অপর এক সূত্রে জানা গেছে,ডোমার বিদ্যুৎ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের মুখে গ্রাহক সেবার মান বৃদ্ধির জন্য তারা কাজ করে যাচ্ছে। অথচ,ঘন্টার পর ঘন্টা লোডসেডিং-এ পরে ব্যবসা প্রতিষ্ঠান সহ আবাসিক গ্রাহকরা নাজেহাল হচ্ছে সেদিকে তাদের দৃষ্টি নেই। বিদ্যুতের লোডসেডিং-এর ব্যপারে মোবাইল ফোনের (কমপ্লিন) নাম্বারে রিং করে জানতে চাইলে সেই ফোন তারা রিসিভ করেন না। যদিও ভুলবশত রিসিভ করে তাহলে লোডসেডিং-এর ব্যপারে নির্দিষ্ট কারণ না বলেই মিথ্যা অজুহাত দেখিয়ে খালাশ। বর্তমানে এই অফিসের জনবলও সংকট রয়েছে। এলাকার সচেতন ব্যক্তিদের প্রশ্ন,বিশ্বের মতো বাংলাদেশ যখন  এগিয়ে চলছে এবং বর্তমান সরকারের আমলে গ্রামাঞ্চলকে শহরের রূপ দেওয়ার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার। সেখানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় সেই এলাকাটিকে ‘কি’ বলা যেতে পারে(?)।

পুরোনো সংবাদ

নীলফামারী 7280053168563690050

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item