কুড়িগ্রাম নার্সিং ইন্সটিটিউট এর ছাত্রীদের তিন দফা দাবীর ভিত্তিতে র‌্যালী ও মানববন্ধন

 আশিকুর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
কুড়িগ্রাম নাসিং ইন্সটিটিউট এর ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিড ওয়াইফারীর ১ম, ২য় ও ৩য় বর্ষের ছাত্রীরা তাদের তিন দফা দাবীর ভিত্তিতে গত কাল একটি র‌্যালী শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর ও প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে মিলিত হয়। মাবনবন্ধনে নেতৃত্ব দেন ৩য় বর্ষের ছাত্রী ঐশী আক্তার লিমা, ২য় বর্ষের ছাত্রী আপিয়া সুলতানা সুখী ও ১ম বর্ষের ছাত্রী কণা আকতার। তাদের দাবী গুলো হল ১. বেঙ্গল নার্সিং কাউন্সিল এ্যাক্ট ১৯৩৪ পরবর্তিতে পাকিস্থান নার্সিং কাউন্সিল ১৯৫২, পরবর্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ বাংলাদেশ নার্সিং কাউন্সিল অর্ডিন্যান্স ১৯৮৩ ও বর্তমানে বাংলাদেশ নার্সিং ও এন্ড মিড ওয়াইফারীর  কাউন্সিল আইন ২০১৬ অনুয়ায়ী নার্সিং সংক্রান্ত কোর্স কারিকুলামে একক ক্ষমতা প্রদান করা হলেও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইণ ২০১৮ অনুয়ায়ী চতুরতার আশ্রয় নিয়ে ভিন্ন নামের পাশে (ব্রেকেট) শ্লাশ ব্যাবহার করে পেশেন্ট কেয়ার শ্লাশ নার্সিং হেলথ টেকনোলজিষ্ট (নার্সিং) শিক্ষা পরিচালনা সাংঘর্ষিক ও বির্তকিত আইণ বাতিল করতে হবে। ২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধিনস্থ এবং বাংলাদেশ নার্সিং মিড ওয়াইফারীর কাউন্সিলের নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিড ওয়াইফারী কোর্স সম্পর্ন্ন কারী ব্যাতিত কারিকুলামের কোন শিক্ষার্থীকে এই কোর্সের নিবন্ধন দেয়া যাবে না। ৩. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড চতুরতায় পরিচালিত এসব কোর্স অনতিবিলম্বে বন্ধ করতে হবে। সেই সাথে কারিগরি নার্সিং শিক্ষা বাতিল করে অবিলম্বে লাইসেন্স পরিক্ষা দিতে হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2507077684132581436

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item