শিশুদের স্বীকৃতির পুরস্কার দিলে শিক্ষার আগ্রহ আরও বাড়বে -সংসদ সদস্য আহসান আদেলুর রহমান (আদেল)

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ (নীলফামারী)  সংবাদদাতা ॥ শিশুদের স্বীকৃতির পুরস্কার দিলে তাদের মাঝে শিক্ষার আগ্রহ আরও বাড়বে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় শরীর এবং মন ভাল থাকবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি আরও বলেন বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত। আমাদেরকে এখন পর নির্ভর হয়ে চলতে হবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে এক একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাবের অপূর্ণতা থাকবেনা। সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলার প্রত্যেকটি সড়ককে পাকা রাস্তা উন্নীত করা হবে। এ জন্য প্রত্যেককে ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করতে হবে। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

বৃহস্পতিবার রাতে মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজওয়ান আহম্মেদ সিদ্দিকীর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ, উপজেলা জাতীয় পার্টির সহঃ সভাপতি ও এমপির প্রতিনিধি রেজাউল আলম স্বপন, নীলফামারী জেলা পরিষদের সদস্য শামীম চৌধুরী, নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ জামান ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবুল ও প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস চৌধুরী প্রমূখ। আলোচনা অনুষ্ঠানের পূর্বে মুশরুত পানিয়ালপুকুর উচ্চ বিদ্যালয়ের মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। স্কুলের কৃতি শিক্ষার্থী, সফল অভিভাবক, দক্ষ ম্যানেজিং কমিটির সদস্য ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা তুলে দেন প্রধান অতিথি আদেল। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1566624036008206182

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item