জলঢাকায় জাতীয় শিশু দিবস পালিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "বঙ্গবন্ধুর জন্মদিন - শিশুর জীবন কর রঙ্গীন " এ প্রতিপাদ্যকে  সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীর পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ উন্মুক্ত মঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শুরুতেই উপস্থিত হাজারো কণ্ঠে  জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিশু - কিশোররা কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জলঢাকা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকুরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার হামিদুর রহমান, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসির উদ্দীন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক মর্তুজা ইসলাম। পরে শিশু কিশোরদের অংশগ্রহণে কুইজ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন প্রযোগিতায় বিজয়ী শিক্ষার্থদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 6351065763036775426

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item