জলঢাকা শৌলমারিতে ল্যাম্বের ভিশনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ গ্রাম পর্যায়ে মা,  শিশু স্বাস্থ্য, নারী উন্নয়ন ও জেন্ডার বৈষম্য দূরীকরণ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নীলফামারীর জলঢাকায় ভিশনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সোমবার সকালে শৌলমারি ইউনিয়ন পরিষদ হলরুমে স্ট্রেনদেনিং হেলথ আউটকাম ফর ওমেন এণ্ড চিলড্রেন (শো) প্রকল্পের আয়োজনে বেসরকারি সংস্থা ল্যাম্বের বাস্তবায়নে এক ভিসনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ল্যাম্ব শো প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৌলমারি ইউপি চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ। ওয়ার্কশপে সংস্থার সার্বিক কার্যক্রম তুলে ধরেন ল্যাম্ব শো প্রকল্পের উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর মাহফুজার রহমান। এসময় উপস্থিত ছিলেন নির্মল চন্দ্র রায়, বিশ্বজিৎ রায় প্রমুখ। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এই ওয়ার্কশপে জনপ্রতিনিধি, শিক্ষক, স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তি, সরকারী হেলথ কর্মী, এনজিও প্রতিনিধিসহ শো প্রকল্পের মা-বাবা'দলের প্রায় শতাধিক  সদস্য অংশগ্রহণ করে। শো প্রকল্পের শৌলমারি ইউনিয়ন ফিল্ড কো-অর্ডিনেটর আলমগীর সরকার বলেন, প্রকল্প শেষ হলেও যেন - মা, শিশু স্বাস্থ্য, নারী উন্নয়ন ও জেন্ডার বৈষম্য দূরীকরণে স্থানীয়ভাবে অর্থ সংগ্রহের মাধ্যমে এই প্রকল্প চলমান থাকে সে বিষয়ে সিদ্ধান্ত হয়। এসময় ওয়ার্কশপে উপস্থিত সকলেই শো প্রকল্প চলমান রাখতে সবধরনের সহযোগীতা করারও অঙ্গিকার ব্যক্ত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6312012472794444117

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item