পাগলাপীরে মটর সাইকেল আরোহীদের মাঝে হেলমেট বিক্রির কার্যক্রম উদ্বোধন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ নো হেলমেট- নো পেট্রোল এই প্রতিপাদ্য শ্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হলো রংপুরের পাগলাপীরে কোতয়ালী থানার ব্যবস্থাপনায় হাইওয়ে সহ বিভিন্ন সড়কে চলাচলরত মটর সাইকেল আরোহীদের মাঝে হেলমেট বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার(৩মার্চ)সকাল ১১ টায় পাগলাপীর বন্দরের গোলচত্ত্বরে রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান (সার্কেল-১) ও কোতয়ালী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম এ কার্যক্রমে শুভ উদ্ধোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতয়ালী থানার তদন্ত অফিসার জাকির হোসেন, এসআই বুলবুল আহামেদ, পাগলাপীর মাজার গলির রিয়া ম্যাচিং ওড়না ঘর এর প্রোপাইটর  রফিকুল ইসলাম ঢাঙ্গা ও পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক হাবিবুর রহমান সেলিম সহ স্থানীয় বিশিষ্ট জনরা। এসআই বুলবুল আহামেদ সাংবাদিককে জানান ১টি করে হেলমেট ৫০০ টাকা দরে, ২৫০ মটর সাইকেল আরোহীর মাঝে বিক্রি করা হয়েছে। এই সব হেলমেট পরে মটর সাইকেল আরোহীরা গাড়ি চালালে দূঘর্টনার কবল থেকে নিজের জীবনকে রক্ষা করতে পারবে। 

পুরোনো সংবাদ

রংপুর 7219200110856876828

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item