সুন্দরগঞ্জে সার্কাস ও যাত্রার নামে নগ্ন নৃত্য, লটারীর মাধ্যমে জমজমাট জুয়া চলছে।

নুরুল আলম ডাকুয়া,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ও তারাপুরে সার্কাস ও যাত্রার নামে নগ্ন নৃত্য, লটারীর মাধ্যমে জমজমাট জুয়া চলছে।

উপজেলায় পক্ষকালব্যাপী বানডাঙ্গা ইউনিয়নের মনমথে “দি লক্ষি নারায়ন” সার্কাসের নামে লটারীর মাধ্যমে জমজমাট জুয়া ও তারাপুর ইউনিয়নের যাত্রার নামে নগ্ন নৃত্য চলছে। প্রতিদিন ৩০-৩৫ টি মিনি ট্রাক ও অটোরিক্সায় করে উপজেলার ১৫ টি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী উপজেলার গাইবান্ধা সদর সাদুল্লাপুর পীরগছা ও পীরগঞ্জে প্রকাশ্যে মাইকিন করে র‌্যাফেল ড্র এর লক্ষ লক্ষ টাকার টিকিট বিক্রি করছে। লটারী টিকিটের মূল্য জোগার করতে অনেক যুবক বাবা-মার পকেটের টাকা চুরি সহ অপরাধমূলক কাজ করছে। নগ্ন নৃত্য দেখে স্কুল কলেজের শিক্ষার্থীরা স্কুল কলেজের ক্লাস বাদ দিয়ে নগ্ন নৃত্য দেখা ও র‌্যাফেল ড্র এর দিকে ঝুকে পড়ছে। এতে তাদের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এ ব্যাপের প্রশাসণ কেন নিরব এ নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। এ নিয়ে সুন্দরগঞ্জ থানার ওসি’র সঙ্গে কথা হলে তিনি জানান সার্কাস চলছে তবে র‌্যাফেল ড্র বন্ধ হয়েছে।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 8473986938270941211

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item