ফুুলবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের জয়।

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে  সোমবার অনুষ্ঠিত হয়েছে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে, নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীরা।
নির্বাচিতরা প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিল্টন নৌকা প্রতিক নিয়ে ৩৫ হাজার ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী সুদর্শন পালিত আনারস প্রতিক নিয়ে ৩৩ হাজার ৬৮২ ভোট পেয়েছেন। একই পদে অপর প্রতিদ্বন্দিতাকারী ওয়ার্কাস পাটির মনোনিত প্রার্থী শফিকুল ইসলাম শিকদার হাতুড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ১৫৫৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলিয় প্রার্থী মঞ্জু রায় চৌধুরী তালা প্রতিক নিয়ে ৩২ হাজার ৭১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী মকলেছার রহমান উড়ো জাহাজ প্রতিক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৯০৬ ভোট। একই পদে প্রতিদ্বন্দিতাকারী স্বতন্ত্র প্রার্থী আবু মুসা টিবওয়েল প্রতিক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৭০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলিয় প্রার্থী নীরু সামসুন্নাহার কলস প্রতিক নিয়ে ৩৬ হাজার ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (বিএনপি থেকে বহিস্কৃত) হাসিনা পারভিন ফুটবল মার্কা নিয়ে পেয়েছেন ২১ হাজার ২৭৪ ভোট। একই পদে অপর প্রতিদ্বন্দিতাকারী স্বতন্ত্র প্রার্থী হাজরা বিবি হাঁস মার্কা নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯০ ভোট।
এবার ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার এক লাখ ৩৩ হাজার ৪৮৪ জন ভোটারের মধ্যে ৭১ হাজার ৯৪৫ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। যা মোট ভোটের ৫৩ দশমিক ৯১৫ ভাগ। 

পুরোনো সংবাদ

দিনাজপুর 4057248491944389694

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item