পার্বতীপুরে আগুনে ৪টি গরুসহ দুইটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 দিনাজপুরের পাবর্তীপুরে বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী কুঠিপাড়ায় (গুড়াতিপাড়া) আগুনে দুইটি পরিবারের চারটি উন্নতজাতের গরুসহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার (৫ মার্চ) রাত আনুমানিক ১১ টায় সংঘটিত আগুনে বাড়ির গোয়ালঘরে থাকা গৃহপালিত গরুকে বাঁচাতে গিয়ে গৃহকর্তা হামিদুর রহমান কাছুয়া (৬৫) মারাত্মক অগ্নিদগ্ধ হন। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাস্তান্তর করা হয়েছে।
 জানা গেছে, ঘটনার দিন দিবাগত রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউপি কোমরঢুলা এলাকার কুঠিপাড়া (গুড়াতিপাড়া) গ্রাামে হামিদুর রহমান কাছুয়া ও মো. বাবলুর বাড়িতে আগুন লাগে। আকস্মিক বাড়িতে আগুনের ঘটনাটি টের পেয়ে পরিবারের লোকজন কোন রকমে  বাড়ির ঘর থেকে বেড়িয়ে জীবন রক্ষা করেন। খবর পেয়ে পার্বতীপুর দমকলবাহিনীর সদস্যরা দ্রুত  অগ্নিকান্ডস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই ভয়াবহ আগুনে পরিবার দুইটির  ৫টি টিনের এবং ৪টি টিনের চালা ঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল,স্বর্ণালংকারসহ সর্বস্ব পুড়ে গেছে। এ সময় গৃহকর্তা হামিদুর রহমান কাছুয়া বাড়ির গোয়াল ঘরে থাকা উন্নতজাতের গরুকে উদ্ধার করতে গিয়ে মারাত্মভাবে অগ্নিদগ্ধ হন। তাঁর শরীরের পিট ও  ডান হাত মারাত্মকভাবে পুঁড়ে গেছে। তারপরও গৃহপালিত ফ্রিজিয়ান জাতের মূল্যবান গরুগুলো বাঁচানো সম্ভব হয়নি। আগুনে  ৪টি  গরু সম্পূর্ণরূপে পুঁড়ে গেছে এবং ২টি গরুর বাছুর অগ্নিদগ্ধ হয়। আগুনে পুড়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে জানা গেছে। আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।  আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর লোকজন বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 1116363657112989168

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item