পঞ্চগড়ে পাঁচ উপজেলার নির্বাচন,৪টিতে আওয়ামী ১টি স্বতন্ত্র

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়

পঞ্চগড়ে পাঁচ উপজেলার চারটিতে  নৌকা মনোনীত প্রার্থীরা জয় হলেও  একটিতে   আ' লীগের বিদ্রোহী প্রার্থী  স্বতন্ত্র  আব্দুল মালেক চিশতী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

পঞ্চগড় সদর উপজেলায় আ' লীগের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম নৌকা প্রতিকে  ২৬ হাজার ৪ শ ৯৯ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি’র  (সদর উপজেলা সভাপতি )বহিস্কৃত  স্বতন্ত্র প্রার্থী আবু দাউদ প্রধান মটর সাইকেল প্রতিকে পেয়েছেন ১১ হাজার ২৬ ভোট।

 তেঁতুলিয়ায় আ' লীগের  মনোনিত প্রার্থী কাজী মাহমুদুর রহমান ডাবলু  নৌকা প্রতিকে  ১৯ হাজার ৮ শ ৯২ ভোট  পেয়ে   নির্বাচিত হয়েছেন। তার নিকটতম  স্বতন্ত্র প্রার্থী মুক্তারুল হক মুকু আনারস প্রতিকে পেয়েছেন ১৮ হাজার ২ শ ৪০ ভোট।

আটোয়ারীতে  আওয়ামীলীগ মনোনিত প্রার্থী তৌহিদুল ইসলাম  নৌকা প্রতিকে  ৩৮ হাজার ২ শ ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম  স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট আনিছুর রহমান ঘোড়া প্রতিকে পেয়েছেন ২৮ হাজার ৭ শ ১৩ ভোট।

দেবীগঞ্জে আ,লীগের  বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র আব্দুল মালেক চিশতী মটর সাইকেল প্রতিকে  ৩০ হাজার ৯ শ ৩১ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হাসনাৎ জামান চৌধুরী জর্জ নৌকা প্রতিকে পেয়েছেন ২৬ হাজার ৩ শ ৪৯ ভোট

উল্লেখ্য বোদা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে কোন   প্রতিদ্বন্দ্বী   না থাকায় নৌকার মনোনীত প্রার্থী  ফারুক আলম টবি বিনা প্রতিদ্ধিতায়  নির্বাচিত হন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5517359278659015723

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item