ডোমারে ইউপি নির্বাচনের ফলাফল বাতিলের দাবীতে মানব বন্ধন

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার গত ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পাঙ্গামটুকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে ভোট পূর্ণ:গননার দাবীতে মানববন্ধন করেছে।
শনিবার দুপুরে পাঙ্গা-গোমনাতি সড়কের পাঙ্গা মহেশ লালা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নির্বাচনে ঘোষিত ফলাফলে পরাজিত প্রার্থী আব্দুল হাকিম ভুট্টো, এক নং ওয়ার্ডের বুলবুলি, সাহিদা, বেগম, ছয় নং ওয়ার্ডের রবিউল, ওফেজা, এরশাদ আলী, দুই নং ওয়ার্ডের আতিয়ার রহমান, সাইদুর রহমান বক্তব্য রাখেন। তারা বলেন, ভোট কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে সুষ্টভাবে ভোট সম্পূর্ণ হলেও নৌকা প্রতিকের প্রার্থী এমদাদুল ইসলামের ভোট কেন্দ্র আট নং ওয়ার্ডে প্রচুর জাল ভোট পড়ে। তারা আরো বলেন, ভোট গননা শেষে যখন দেখে চশমা প্রতিকের প্রার্থী আব্দুল হাকিম ভুট্টো ১২ শত ভোট বেশী পেয়েছে। সে সময় নয় নং ওয়ার্ডে নৌকা প্রতিকের লোকজন নিজেদের মধ্যে মারামারি শুরু করে। এসময় পুলিশ ও র‌্যাব ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে ব্যালট বাক্স উপজেলা পরিষদে নিয়ে যায়। এ সুযোগে ওই কেন্দ্রে ১৫ শত ৯২ ভোটের মধ্যে নৌকা একাই ১১শত চার ভোট নিজেদের করে নেয়। আর চশমা প্রতিককে মাত্র ১৭০ ভোট এবং আনারশ প্রতিককে ৩১৮ ভোট দিয়ে ফলাফল প্রকাশ করে। তারা পুনরায় ভোট গননার দাবী জানায়।
নির্বাচনে ১২ হাজার ৩০৯ জন ভোট প্রয়োগ করে। এরমধ্যে নৌকা প্রতিকে এমদাদুল ইসলাম পাঁচ হাজার ৪২৫, চশমা প্রতিকে আব্দুল হাকিম ভুট্টো পাঁচ হাজার ২৫৮ ও আরেক সতন্ত্র প্রার্থী আরিফের রাব্বানী আনারশ প্রতিকে ১৬ শত ২৬ ভোট পায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 5451369573902434212

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item