ডোমার উপজেলার বিভিন্ন হাট-বাজারে ডাক্তারী পরীক্ষা ছাড়াই রোগাক্রান্ত পশুর মাংস বিক্রির ব্যবসা জমজমাট

এ.আই.পলাশ (চিলাহাটি.প্রতিনিধি )-নীলফামারী জেলার ডোমার-উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ ভোগড়াবুরী ইউনিয়ানের বিভিন্ন এলাকায় এবং চিলাহাটিতে প্রতিদিন ডাক্তারী পরীক্ষা ছাড়াই জবাই করা হচ্ছে গরু,ছাগল,ভেড়া ও মহিষ। চড়া মূল্যে প্রতিদিন এইসব রোগাক্রান্ত পশুর মাংস দেধারছে বিক্রি হচ্ছে । এই অস্বাস্থ্যকর মাংস খেয়ে অনেকেই জটিল রোগে আক্রান্ত হচ্ছে। মাংস ব্যবসায়ীদের নেই কোন পশু জবাই করার নির্দিষ্ট স্থান। সরকারীভাবে নির্দেশনা রয়েছে যেকোন পশু জবাইয়ের পূর্বে পশু ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করা। অথচ মাংস ব্যবসায়ীরা নিজেদের খেয়াল খুশি মত পশু এনে অস্বাস্থ্যকর স্থানে ডাক্তারী পরীক্ষা ছাড়াই পশু জবাই করছে। এমনকি অনেক ব্যবসায়ীরা রাতের আধারে রোগাক্রান্ত পশু জবাই করে দিনের বেলা সেই মাংস বিক্রি করার অভিযোগ রয়েছে। এই দৃশ্য দেখে মনে হয়,দেশে আইন বলতে কিছুই নেই। এলাকাবাসী সূত্রে জানা গেছে ডোমার-উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রতিদিন অসংখ্য গরু,ছাগল,মহিষ ও ভেড়া জবাই হয়ে থাকে। আজ পর্যন্ত এই পশুগুলো জবাই করার পূর্বে পশু ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরীক্ষার নিয়ম থাকলেও মাংস ব্যবসায়ীরা সেই আইন মানতে নারাজ। এর মূল কারন এই এলাকায় যে সমস্থ পশু জবাই হয়ে থাকে এর বেশিভাগেই রোগে আক্রান্ত পশু। প্রতিমাসে ডোমার উপজেলা থেকে একজন ডাক্তার এসে তার মাসহারা নিয়ে চলে যায়। এলাকার সচেতন মানুষের প্রশ্ন সরকার যদি সুদৃষ্টি দিয়ে এই মাংস ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করে যে পশু জবাইয়ের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে তাহলে হয়ত রোগাক্রান্ত পশু জবাই করা বন্ধ হবে।  

পুরোনো সংবাদ

নীলফামারী 4182392876940833662

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item