দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে (৫ থেকে ১১মার্চ) পর্যন্ত ৭দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম(বিপিএম), জলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি সূজা-উর-রব চৌধুরী।  অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বজলুর রশীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান, উদ্যোক্তা জান্নাতস সাফা শাহিনুর, এটিএম শামসুজ্জামান, নুরছাবা হোসেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলে জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দিনাজপুর জেলাসহ বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন কারুপণ্য ক্ষুদ্র মাঝারি সহ ৬৪টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও সপ্তাহ ব্যাপি মেলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এর আগে মেলা উপলক্ষ্যে একটি বর্ণ্যাঢ র‌্যালি শহর প্রদক্ষিন করে। এছাড়াও বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার শুভ-উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। 

পুরোনো সংবাদ

নির্বাচিত 550235937561858646

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item