পার্বতীপুরে দুই দিনব্যাপী সাঁওতালদের বাহা পরব উদ্বোধন করলেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ  
দিনাজপুরের রেলওয়ে জংশন খ্যাত ও খনি সমৃদ্ধ পার্বতীপুর উপজেলায় শুক্রবার থেকে দুই দিনব্যাপী শুরু হয়েছে সমতলের সবচেয়ে সংখ্যাধিক্য জাতিগোষ্টি সাঁওতালদের দ্বিতীয় বৃহত্তম বাহা পরব উৎসব। আজ শনিবার বাহা উৎসবের শেষ দিন। শহর থেকে ৮ কিলোমিটার দূরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সাঁওতাল অধ্যুষিত বারকোনা কলম সরেন-আলমা সরেন খেলার মাঠে এ উৎসব শুরু হয়েছে। অনুষ্ঠানের পৃষ্টপোষক জাতীয় আদিবাসী পরিষদ। প্রথম দিনেই স্থানীয়রা ছাড়াও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানের আদিবাসীদের আগমনে অনুষ্ঠানস্থল ভরে গেছে। উৎসবের উ™ে¦াধন করেন এলাকার সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সরকারের বানিজ্য মন্ত্রী টিপু মুনশী। তিনি বলেন, বাহা মানে ফুল কিন্তু বাহা পরবে অংশ নিতে আসলেও আমি তো ফুল নিয়ে আসেনি, আমি এসেছি হৃদয়ের ভালবাসা নিয়ে। এ ভালবাসা আপনার জন্য সবসময় বিদ্যমান থাকবে। উৎসবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মো: রেহানুল হক, দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক জেলার শ্রেষ্ঠ শিক্ষক ড. মাকসুদুল হক, গ্রাম বিকাশ কেন্দ্রের (এনজিও) নির্বাহী পরিচালক মোয়াজ্জম হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুন্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন ও আদিবাসী নেত্রী ব্াসন্তি মুরমু। আদিবাসী বক্তরা বলেন, সরকারি পুষ্ঠপোষকতার অভাব, জলবায়ু ও আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, আদিবাসীদের অর্থনৈতিক দৈন্যতা, সামাজিক বৈষম্য ইত্যাদি কারনে আদিবাসী সংস্কৃতি বিলুপ্ত হচ্ছে, হারাচ্ছে আগের রুপ-জৌলুস। আদিবাসীদের বৈচিত্র্যময় সংস্কৃতির মাঝে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষার উপাদান রয়েছে। তাই আদিবাসী শিল্প ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা একান্ত জরুরী হয়ে পড়েছে। এরই অংশ হিসেবে  অত্র উপজেলার  চন্ডিপুর ইউনিয়নের সাঁওতাল অধ্যুষিত বারকোনা কলম সরেন-আলমা সরেন খেলার মাঠে বারকোনা মৌঞ্জহি পরিষদ ও আদিবাসী সাংস্কৃতি পরিষদের উদ্যোগে ২৯ ও ৩০ মার্চ দুই দিনব্যাপী  এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়ে। ভারতের পশ্চিম বঙ্গের সাঁওতালী ও বাউল গানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রথীন কিস্কু, অভিনয় ও নৃত্যশিল্পী ডগর টুডু, বিজলী মুরমু, প্রথম দিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন। এছাড়াও আদিবাসীদের বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 2748877699633215418

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item