২৫ লাশের ২৪টি হস্তান্তর, বাকি ১

ডেস্ক: বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।

শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে নয়টায় ভবনটির সামনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মোস্তাক আহমেদ বলেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের লাশ উদ্ধার করা গেছে এবং তাদেরকে শনাক্ত করাও সম্ভব হয়েছে। এদের মধ্যে ২৪ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জটিলতার কারণে একটি লাশ এখনও হস্তান্তর করা হয়নি।’
ডিসি মোস্তাক বলেন, ‘ফায়ার সার্ভিস এখনো উদ্ধারে কাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে গুরুত্বপূর্ণ জিনিস থাকায় সময় লাগছে। ঘণ্টাখানেক পর তারা পুলিশের কাছে ভবনটি হস্তান্তর করবে। পরে পুলিশ ২১টি টিমের সহযোগিতায় ভেতরে কাজ করবে। প্রত্যেকটি টিমে একজন এসআই, একজন এএসআইসহ ৯ জন করে পুলিশ সদস্য থাকবে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘সব কিছু শেষে ভবনটিতে আগ্নিকাণ্ডে কে অভিযুক্ত সে বিষয়ে আইনি প্রক্রিয়ায় যাওয়া হবে।’

পুরোনো সংবাদ

প্রধান খবর 8979726072713821478

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item