সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় একজন নিহত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় পথচারী এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে শহরের মিস্ত্রিপাড়ার আমিন মোড় এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি হচ্ছেন ইকবাল হোসেন (৪৮)। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।
 জানা গেছে, শহরের বাঁশবাড়ী টালী মসজিদ এলাকার মৃত. সিরাজেরর ছেলে ইকবাল হোসেন।  ঘটনার দিন গতকাল শনিবার সকালে তিনি প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসেন। সকাল আনুমানিক ১০টার দিকে  তিনি মিস্ত্রিপাড়ার আমিন মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতি একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে তাকে সজোরে ধাক্কায় দেয়। এতে পথচারী ইকবাল সড়কের ওপর ছিঁটকে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে পাঠায়। পরবর্তীতে সেখান থেকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।  এ ঘটনায় ঘাতক অটোরিকশা চালককে আটক করা হয়েছে। তবে তাঁর পরিচয় মেলেনি।
 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা জানান এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 690640876829986970

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item