প্রশাসনের ৫ কর্মকর্তার অপসারণের দাবিতে পীরগাছায় আ’লীগের প্রতিবাদ সমাবেশ

ফজলুর রহমান,পীরগাছা (রংপুর)প্রতিনিধি
রংপুরের পীরগাছায়  বুধবার রাতে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের ৫ কর্মকর্তার অপসারণের দাবী জানানো হয়। ওই দিন রাতে স্থানীয় বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল হাকিম সরদার। এসময় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নৌকার মার্কার প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।
সমাবেশে বক্তাদের দাবী গত ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে দুপুর ১২ টায় ছাওলা ইউনিয়নের কাশিয়াবাড়ি ভোট কেন্দ্র থেকে অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার আটক করেন। পরে তাকে ৪ ঘন্টা থানা হেফাজতে আটক রেখে একাধিক ভোট কেন্দ্রে নৌকা মার্কার ভোটার ও সমর্থকদের উপর ত্রাস সৃষ্টি করে প্রশাসন লাঙ্গল মার্কার প্রার্থীকে বিজয়ের পথ তৈরি করে দেয়। এঘটনায় অবিলম্বে অভিযুক্ত ওই কর্মকর্তাদের অপসারণ করা না হলে আন্দোলনসহ বিভিন্ন কঠোর কর্মসুচী ঘোষনার ইঙ্গিত দেয়া হয়।

পুরোনো সংবাদ

রংপুর 8319743291965545829

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item