বিশ্বকাপে ব্যাটিং নিয়ে চিন্তিত মাশরাফি

ডেস্ক-বাংলাদেশের পরের দুটি সফর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। এরপর ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ। সেখানকার কন্ডিশন অনেকটা নিউজিল্যান্ডের মতো। নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এখন বিশ্বকাপে ভালো করার রেসিপি খুঁজছেন অধিনায়ক মাশরাফি মুর্তজা।

বুধবার সিরিজের শেষ ওয়ানডেতে ৮৮ রানে হারার পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পরের টুর্নামেন্টের এখনও দুই মাস বাকি, আমাদের একটা পথ বের করতে হবে। আয়ারল্যান্ডে প্রায় একই রকম কন্ডিশন, আগেরবার তো ঘাস বেশি ছিল। অনেক সময় কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। কীভাবে রান করব, সেটা আমাদের বের করতে হবে। প্রথম ১০ ওভারের পর ব্যাটিং করা সহজ হয়ে যায়, এটা আমাদের বুঝতে হবে।’

নিউজিল্যান্ডের মাটিতে এ নিয়ে টানা পাঁচ সফরে এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। মাশরাফি মনে করছেন নিজেদের খেলাটা ধরে না রাখতে পেরেই হেরেছে টাইগাররা। মাশরাফি বলেন, ‘চাইলেই ফিল্ডিংয়ে উন্নতি করা যায়। বোলিং বা ব্যাটিংয়ে একটু সময় লাগে। এখানে স্কিলের ব্যাপার আছে। ফিল্ডিংয়ে চেষ্টা করলে দেখতে ভালো লাগে, চেষ্টাটা বোঝা যায়। হয়তো সবাই মানসিকভাবে একটু ধাক্কা খেয়েছিল। একটু তাড়াহুড়োও ছিল, তাই গড়বড় হয়ে গেছে।’

তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে হারের পরও সবাই ইতিবাচক ছিল। আমরা ভিন্ন কিছু করতে গিয়েছিলাম। এই উইকেটে সুইং থাকবে এটাই স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজে তামিম রান করেছিল। কিন্তু এশিয়া কাপেও প্রতি ম্যাচে ২০-২৫ রানের মধ্যে আমরা তিনটি উইকেট হারিয়েছি, এখানেও তাই হয়েছে।’

পুরো সিরিজে ইতিবাচক দিক বলতে মাশরাফি পেয়েছেন মিঠুন ও সাব্বিরের পারফরম্যান্সে। তিনি বলেন, ‘মিঠুন দুই ম্যাচে রান করেছে, সাব্বির সেঞ্চুরি পেল। সাইফউদ্দিন রান পেয়েছে, বোলিং ভালো করেছে। অনেক নেতিবাচকের মধ্যে এগুলো ইতিবাচক। তবে ম্যাচ জিততে হলে টপঅর্ডার থেকে কিছু করতে হবে।’

পুরোনো সংবাদ

খেলাধুলা 3666518130909071292

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item