হরিপুরে বিজিবি’র বিরুদ্ধে মানববন্ধন ৮ দফা দাবী

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি: 
ঠাকুরগায়ের হরিপুর উপজেলার বরমপুরে গত ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার বিজিবি’র গুলিতে ৩ গ্রামবাসি নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনগণের প্রতিবাদে রবিবার ১৭ ফেব্রুয়ারী সকাল বেলা সাড়ে ১১ টার সময় হরিপুর প্রেসক্লাবে চত্তরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মানববন্ধনে এলাকাবাসীর ৮ দফা দাবী জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলার ছাত্রলীগ সভাপতি সব্রুত ভৌমিক মিলন
১ম দাবীঃ বিজিবি’র দোষী সদস্যদের বিরুদ্ধে দ্রুত নিহতদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্থদের মামলা আজকের মধ্যেরেকর্ড  করে আইনি পদক্ষেপ নিতে হবে।
২য় দাবীঃ ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি এর অধিনায়ক লে: কর্ণেল তুহিন মোঃ মাসুদকে বহিস্কার করে তাকে ও বিচারের আওয়াতায় আনতে হবে।
৩য় দাবীঃ লে: কর্ণেল মোঃ মাসুদ মিডিয়ার যে ঔদ্ধত্যতা দেখিয়েছেন ও মিথ্যাচার করেছেন তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪র্থ দাবীঃ দ্রুত দোষী বিজিবি সদস্যদের বহিস্কার করে বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে  হবে।
৫ম দাবীঃ অতিসত্ত্বর নিহত, আহতদের ও গ্রামবাসীর বিরুদ্ধে বিজিবির দ্বায়েরকৃত ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৬ষ্ঠদাবীঃ অতিসত্ত্বর নিহত ও আহতদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপুরণ দিতে হবে।
৭ম দাবীঃ বিভিন্ন হাট বাজারে ও গৃহস্থের বাড়িতে টহলের নামে বিজিবির হয়রানী বন্ধ করতে হবে।
৮ম দাবীঃ প্রকৃত চোরাকারবারীদের ও যারা বিজিবির সোর্স হিসেবে মিথ্যা তথ্য দিয়ে বিজিবি কে সহায়তা করে তাদেরও দ্রুত আইনিপদক্ষেপের ব্যবস্থা নিতে হবে।
এলাকার তরুন প্রজম্ম আয়োজনে, এসময় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেনজেলা পরিষদ সদস্য ও হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, হরিপুর আ’লীগ সাবেক সম্পাদক এসএম আলমগীর, হরিপুর উপজেলা মহিলা আ’লীগ সাধারন সম্পাদক স্বপ্না  ভৌমিক, রাকিব হাসান রিয়াদ, মোকারমা বাবলী, মামুন আলমসহ প্রমুখ। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়েকশত এলাকার তরুন জনসাধারন

পুরোনো সংবাদ

নির্বাচিত 1125328492544764815

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item