বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে মামলা

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবি-গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত ৩ জনের পরিবারের পক্ষ থেকে বিজিবির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


রোববার দুপুরে ঠাকুরগাঁও হরিপুর আমলি আদালতে তিনটি মামলার অভিযোগপত্র দাখিল করেছেন নিহতদের স্বজনরা।

এসব মামলায় বিজিবি-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ ও ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বাদীরা হলেন নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, নিহত সাদেকের ভাই বাসেদ ও নিহত শিশু জয়নালের বাবা নুর ইসলাম।

মামলার আইনজীবী নুরুল ইসলাম জানান, থানায় এই বাদীদের মামলা গ্রহণ না করায় রোববার আদালতের শরণাপন্ন হয়েছেন বাদীরা। মামলায় আদেশের জন্য বিচারক ফারহানা খান আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 1084513728093004480

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item