প্রকাশ হল বাপ্পার ভাষা দিবসের গান

প্রকাশিত হয়েছে বাপ্পা মজুমদারের ভাষা নিয়ে একক গান। ‘আমার প্রাণের বর্ণমালা’ শিরোনামের গানটি লিখেছেন সায়ীদ আবদুল মালিক।


কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।

নতুন গান প্রসঙ্গে তিনি বলেন ‘একুশ নিয়ে আমি কখনও গান করিনি। এককভাবে ভাষা নিয়ে আমার কোনো গান নেই। সেরকম একটি তাগিদ থেকেই এ গানটি করছি। দুই দিন হল গানটি প্রকাশ করেছি। শ্রোতারা শুনলে তাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’

এদিকে বাপ্পা মজুমদারের ব্যান্ড দল দলছুটের ‘সঞ্জীব’ নামে একটি একক অ্যালবামের কাজ সম্পন্ন হয়েছে। আসছে পহেলা বৈশাখে অ্যালবামটি প্রকাশ করা হবে বলে তিনি জানান।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 5082244645850054370

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item